শিরোনাম- স্বাধীনতা কারে কয়..?
কলমঃ- ইয়াসিন সেপাই/
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
স্বাধীনতার আজ ৭৫, বছর,দীর্ঘ সাত দশক পার করে স্বাধীনতা উদযাপিত হচ্ছে,আমাদের দেশে,,


দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর পেরিয়ে গিয়েছে
ভারতীয় আজো পায়নি স্বাধীনতা,
ভারতের আকাশে এখনো ওড়ে হিংস্র শকুনের দল
রাজপথে হিংস্র রাজ নেতাদের দাপাদাপি, আজ নির্বিকার জাতী।


ডিজিটাল হবে,এলো রাজ তন্ত্র
পূরণ হলো দেশদ্রোহিদের স্বপ্ন।
কত মিথ্যার চুক্তি হয় এইদেশে,
আর সততা গুমরে কাঁদে..!
এই সব চুক্তি আর যুক্তির মাঝে
ফেঁসে গেছে আজ ভারতীয় জাতী
পুঁচাত্তুর বছর হয়ে গেলো
আজো হয়নি ভারতের স্বাধীন সংবিধানকে সামনে রেখে.!!


আজকের সময়ে প্রশ্ন আসে মনেতে বারে বার, স্বাধীন নয় গো মোরা, মনে হয় পরাধীনতা গ্রাস করেছে আমাদের  স্বাধীন দেশে,
লক্ষ শহীদের রক্তে রাঙা এই মাটি এখন চিৎকার করে বলে ওঠে, আমি ধর্মনিরপেক্ষ, জাতের নামে বজ্জাতি ও অকারণে সব্দবন্ধের উচ্চারণে জোরজুলুম বন্ধ করো হে আমার সন্তান।
স্বাধীন এনেছিল ব্রিটিশ হতে ছিনিয়ে লক্ষ বীর সন্তান,
ধর্মের নামে নয়.... বুলেট ক্ষতবিক্ষত হয়ে.!
জাতের নামে নয়.... বারুদের ঘাতে ছিন্নভিন্ন হয়ে.!
রক্তর বিনিময়ে.... লিখে গেছে, মেরা ভারত মহান।
মৃত্যুকে আপন করে কাফন মাথায় বেঁধে তিরাঙ্গা বুকে বেঁধে স্বাধীন এনেছিল ভারত বীর সন্তান..
লক্ষ নারীর সোহাগ.....! দাফন করে,
লক্ষ মায়ের সন্তান....! কোল খালি করে,
লক্ষ পিতার সন্তান...! সন্তান হারা করে,
লক্ষ সন্তানের পিতা...! পিতৃ হারা করে,
হাজার সন্তানের মা....! মাতৃ হারা করে,


আজ কি করে বলি আমার দেশে,স্বাধীন আমরা, স্বাধীন আমার তোমার দেশের মা বোনে-রা.?
রাতের অন্ধকারে মা বোনদের খুবলে খাচ্ছে,রাজপথে নরপশুর দল,রাজ শুকুনের মদতে,
অর্থের বলে,আইন নিয়েছে কিনে,সংবিধানের পাতা বাম হাতে চেপে রেখে.!
প্রমান লোপাটে কত নারীর চিতার আগুনের কালো ধোঁয়া, রাতে অন্ধকারে মিশে যায় আকাশ বুকে নিভৃতে.!


ফুটপাতে মায়ের কোলে,জীর্ণ শরীরে ধুঁকতে থাকা দুগ্ধশিশুর চিৎকার কে শুনবে এই দেশেতে.?
ফুটপাত ঘিরে ছিদ্র প্লাস্টিকের নীচে, ছোট্ট কুঠিরে, বাবার কোলে ছোট্ট শিশুর চোখ থাকে, পুব কোনে আর একটি সকাল হবার আসাতে.!
দিন মজুরে বাবা ছুটে যায় শহরে,স্বাধীন তিরাঙ্গার নীচে ফুলের তোড়া নিয়ে কিছু অর্থ উপার্জনে আসাতে.!
রাজ নেতা ও বাবুরা আসবে দুধ-সাদা পাঞ্জাবিতে স্যালুট দিতে তেরাঙ্গা উত্তলনে সকাল সাতটা বেজে, তিরিশ মিনিট সময় ধরে,
ছোট্ট শিশু মায়ের কোলে অপেক্ষায় থাকে শেষ বিকেলে বাবার আসার সময় হলো এই বুঝি ঘরে,
মায়ের চোখের কোনে অশ্রুবিন্দু চিক চিক করে ওঠে,আজকে স্বাধীনতা দিবস বলছে কারা যে.?
স্বাধীন দেশে আজ এক মুঠো অন্নের জন্য বসে আছে সন্তান মায়ের কোলে, বাবার আসার অপেক্ষাতে.!
ছেলের মুখে এক মুঠো অন্ন দিতে, এ-দেশে এখনো হাজার মা চেয়ে থাকে ঝাঁ চকচকে বাবুদের গাড়ির কাঁচে পানে.!
দেশের অলিতে গলিতে সর্বহারা মা নিভৃতে কেঁদে চলেছে এখনো, একটু বিচারে পাবার আসাতে,!
স্বাধীনতা কইবো কারে, স্বাধীনেতা বুঝিনি বাবু তোমার মত, আমার গরিব ঘরে খিদে পেটে,.!!


রচনাকাল----১৪/০৮/২০২২/