শিরোনাম- সুখের পরশে_বধূ সাজে
                কলমে- ইয়াসিন সেপাই
                তাং-০৫/০৬/২০২০
সুখের পরশ লাগলো গায়ে,বিয়ের সানাই সুরে
সখির আজ বধূ সাজে, চেরি লাল শাড়িতে,,
উঠোন মাঝে বান্ধবীরা সব নাচবে দল বেঁধে,
সুখের পরশ লাগলো গায়ে,বিয়ের সানাই সুরে


নববধূ সাজে সখি,দেখায় যেন পূর্ণিমা চাঁদ যে,
সখির চোঁখে ছোলকে উঠে আনন্দে ঢেউয়ে,
ললাটে তার চন্দন টিপ উজ্জ্বল নক্ষত্র রূপে,
সুখের পরশ লাগলো গায়ে,বিয়ের সানাই সুরে


নববধূ সাজে সখি,বাবার কাঁধে মাথা দিয়ে,
বলছে সখি আমি খুশি,বাবার মেয়ে হয়ে,
চিরদিন থাকবো বাবা, তোমার মেয়ে হয়ে,
সুখের পরশ লাগলো গায়ে,বিয়ের সানাই সুরে