শিরোনাম- #তুমি_সুন্দর_তাই
কলমঃ- #ইয়াসিন_সেপাই
________16/09/2023
লক্ষ তারার ভিড়ের মাঝে, উজ্জ্বল একটি তারা,
রাতের আকাশে পূর্ণ চাঁদ, ললাটে বিন্দি আঁকা,
শিশির ফোঁটায় সবুজ গায়ে, প্রতিচ্ছবির মায়া,
পলাশ রাঙা লাল টুকটুকে, দুই ঠোঁটে কামনা,
ঘন কালো কেশ গুচ্ছ, পশ্চিম কোনে মেঘ মালা,
বাঁকা ঠোঁটের মুচকি হাসি, বিষাণ গুলো মুক্ত মালা,
ঝুনুক ঝুনুক কাঁচের চুড়ি, ধানের খেতে দোলা।
মানায় সখী অনেক ভালো,কবির কলমে লেখা।।


শ্বেত চন্দন বর্ণ মুখে, নোলক নাকে দোলে লজ্জা,
পদ্মলোচন কাজল কালি, কোন শিল্পী হতে আঁকা.?
ঝুমর ঝুমুর নূপুর নাদে, দালান কোঠায় সারা বেলা,
দুধ সাদা, আলতা রাঙা পায়ে পায়ে, আল্পনা ছাপা,
স্বর্ণলতা অঙ্গের বাঁক, রাম ধনু রঙে আঁকা বাঁকা,
লাল পেড়ে শাড়িতে দেখায়, দেবী লক্ষী মাতা,
তুলসী তলে প্রদীপ হাতে, বধূ সাজে মাথায় ঘুমটা।
মানায় সখী অনেক ভালো, কবির কলমে লেখা।।


বধূ সাজে ফুলের বাগে, রংবেরং ফুলে ভরা ঝুড়িটা,
ধারীর ধারে বসে বসে, গুনগুনিয়ে মালা গাঁথা বাস্ততা,
প্রতি মালা, প্রতি ফুলে, না বলা শব্দ দিয়ে গেঁথে রাখা,
মনের মানুষ আসবে কবে, অপেক্ষায় শুধু ভালোবাসা,
ঝরে যাওয়া ফুল গুলো, আঁচল ভরে জমিয়ে রাখা,
চরণ তলে ঢেলে দেবে, আঁচলে ভরে রাখা ফুলগুলা,
মনের ঘরে জানালা খুলে দেখবে দুই নয়ন ভরিয়া।
মানায় সখী অনেক ভালো কবির কলমে লেখা।।
________রচনাকাল-©️-®️/১৪/০৯/২০২৩/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া//