ছেলে তুমি নক্ষত্র জাতির আশার আলো,
খোকা ডাকে তোমায় শুনতে লাগে ভালো।
ছেলে তুমি আওয়াজ তুলেছিল সেদিন,
খোকা বলেছিলে ছাদ মেরামত করবে শীগ্রই যেদিন।
ছেলে তুমি সবার মনে বেঁধে ছিলে ঘর,
খোকা সেদিন দেখেছিল দরিদ্র অনটল।
ছেলে দাড়াতে চেয়েছিল দরিদ্র মাঝে,
খোকা তো বয়স দিচ্ছিলো নাহ নিজ পানে।
ছেলে দিল যৌবণে পা,
খোকার মাথায় ঘুরছে করবে কিছু হবে নাহ পিছু পা।
ছেলে হলো বড় সব মোকাবেলা করে,
খোকা হটাৎ থমকে শুরু তো এবার যুদ্ধে।
ছেলে এবার দিল ভাষণ,
খোকার কোথায় কোটি প্রাণ দিলো গর্জন।
ছেলে তুমি সবার মনে রবে তুমি বীর হয়ে,
খোকা তাই তো তুমি বীর নাহ শুধু, নহে।
খোকা তুমি জাতির পিতা,
লাখো কণ্ঠে গর্জিত ধনী,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ধন্য পিতার এই ধন্য দেশে,
গর্বিত আমি ধন্য আমি বাঙালি হয়ে।