যখন পরিবার এর কাছ থেকে কষ্ট পেয়ে
আমরা ডিপ্রেসন এ যাই।
তখন কষ্ট বা ডিপ্রেসন কাটানোর জন্যে
আমরা এক জন বন্ধু কে বেছে নেই।


যার কাছে মন খুলে কষ্ট গুলো বলে
একটু শান্তনা পাওয়ার আশা করা যায়।
কিন্তু তখনই যদি সেই বন্ধু ও
আপনাকে কষ্ট দেয় আর কি কিছু বলা যায়।


উল্টো কষ্ট ডিপ্রেসন আরো বেড়ে যায়!
কাউ কেই কিছু না বলতে পেরে
ডিপ্রেসনেই ভুগতে হয়।
কারণ পরিবার ও আপনার হইলো নাহ
বন্ধু ও আপনার হইলো নাহ
আপনি আপনার নিজেরই হইলেন।


ঠিক ডিপ্রেসন কাটিয়ে উঠবেন
সবাই কে যেই বলতে যাবেন
অতীতে এই ঘঠেছে
হোক সেটা পরিবার
আর বন্ধু কথা একটাই বলবে
কেনও আমাদের জানালে নাহ!


হয়তোবা এরই নাম জীবন,
হয়তোবা এরই নাম মরণ,


                           আহমেদ’স ডায়েরি 🌿

....................১৫-০৯-২০২৩.......................