বন্ধুত্ব শব্দ টা খুব সাধারণ কিন্তু এর ব্যাখ্যা করা খুব কঠিন,
আমরা জন্মের পর সর্ব প্রথম যে মানুষ টাকে খুব কাছের ভেবে থাকি সেটা আমাদের বন্ধু।
পরিবার এর পর এই বন্ধু নামের ব্যক্তিত্ব টাই আমাদের মনের একটা সুখের নাম। যার সাথে আমাদের মনের ভাব খুব সহজেই বলা যায়, আবার এই মনের ভাব সেই বন্ধু নামের ব্যক্তিত্ব টি ঠিক সাধারণ ভাবেই বুঝে নিতে পারে।
হয়তোবা এর জন্যেই সেই ব্যক্তিত্ব টিই আমাদের বন্ধু।


বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          চোখের ইশারায় বুঝে যাওয়া বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          এক কাপ চা দুই কাপ নিয়ে খাওয়া বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          মনের কষ্টের ভাগ নেয়ার মত বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          অশ্রু পরার আগেই হাসানোর মত বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          প্লটের খাবার কেড়ে নেয়ার মত বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          বন্ধুত্বের জন্যে সবার সাথে লড়ে যাওয়া বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          নিজের কষ্ট লুকিয়ে বন্ধুর সুখ রক্ষা করা বন্ধু সবার হয় না।
বন্ধু তো সবারই থাকে,
    কিন্তু,
          জীবনে সঠিক পথ দেখানোর বন্ধু সবার হয় না।


দোয়া রইলো সবার জীবনে এমন বন্ধু থাকুক যার জন্যে জীবন সুখের হয়।


উৎসর্গ: সৌরভ, হৃদয়, মাহাদী, নিভির, কাউসার, বাবু, দিহান, আদর অনিক, অতুল।