দেখেছিলাম হে মায়াবতী তোমার নয়ন স্বপনে,
স্বপন ভেঙ্গে অশ্রু জলে বসেছি তোমায় হারাতে।
চোখ মুছে ক্লান্ত আমি, আবার ঘুমানোর সন্ধানে,
নিদ্রা কালে প্রশ্ন জাগে, তুমি কি আমারই আসলে?


সেই নয়ন আজও পারিনা ভুলতে মন গহীনে,
হিমানির মায়া ভরা চোখ আঁকা কাজলে।
হঠাৎ কোথায় হারালে তুমি মনের অজান্তে,
মন গহীনে থাকা হিমানি তুমি আসবে কি সন্ধানে।


এখনো ভালোবেসে পথ চেয়ে রই তোমার,
অভিনয়ের ছলে হাতটি কি পাবো তোমার।
যে হাতে থাকবে আমার ভালোবাসার শেষ,
যত দূরেই থাকো প্রিয় থেকো আমারই বেশ।


তবে যদি আমি তোমার নাহ হই কোনো দিন,
এই হাত দিয়ে ফুলের মালা গেঁথ নাহ কোনদিন।
তবে আমি যেনো রই তোমারই হাতের ছোঁয়ায়,
যেখানে অল্পনাতে আঁকা থাকবো রূপ মহীমায়।