জীবনের মায়া
          🪶- মো: ইয়াসিন আহমেদ


জীবন অন্ধকার এর আলো তুমি
তোমার জীবনের মায়াও আমি,
জীবনে শত ভুলের কারণ আমি
ভুলের সাগরে ঝিনুক মুক্ত তুমি।


জীবনে রয়েছে না চাওয়া দুঃখ
তুমি যে আমার না চাওয়া সুখ,
জীবনের অনেক চাওয়া ব্যর্থ আজ
তবুও দিচ্ছ পাড়ি রত্নাকর কপাল।


হতে চাই তোমাতে বশবর্তিতা
যাতে জীবনে বয় প্রসূন রাস্তা,
হয়তোবা একদিন সব হবে পাওয়া
সেদিন রবে তোমার কষ্ট চাওয়া।


জীবনে মায়া চাই খুব তোমার
আগলে রাখার দায়িত্ব আমার,
আমার ছিলে আমারি থাকবে
সকল মায়া তাই তোমার তরে।


.....................১৮-০৩-২০২৪..................