আজ আকাশের মনে অনেক মেঘ,
চার দিকে শুধু শো শো শব্দের ক্লেশ।
এই কাকর দুপুরে গগনের ক্রন্দন,
অবাক মনে চাওয়ার রঙ্গনার আলিঙ্গন।


আকাশের মনে মেঘের শঙ্কা হটাৎ,
দূরদর্শী মনের নিষ্ফল হইলো প্রমাদ।
কুঞ্চিত ত্রুটি মনেরই বিশাল আঘাত,
অনুগত মন কৃপা আসমান সৎকার।


যতই বলো মনো সুখ বেজায় আরাম,
সুখ যে শুধু মুখোশের বহিরে প্রগাঢ়।
দ্যুলক এর কান্না মনের রসদ এষণা,
যদিও মন কালো মেঘের নিলয় কিনারা।


অম্বর যদি চায় মনের মধুপ অন্বেষা,
মন কি পারবে আকাশের সুহৃদ চূর্ণিতা।
মেঘ যেন এক নিয়তির হর্ষ অভ্যর্থনায়,
নভ আজ মনে গর্জিত মেঘের কৃতজ্ঞতায়।


মন যে আজ ভালো নেই,
দীপ্তি শর্বর সমাচার,
আকাশের মন মেঘেই থাকবে,
এটাই যেনো তার অহংকার।


........................০৮/০২/২০২১.......................