আমার অভাব! স্বভাব এ নষ্ট নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে স্বভাবে অভাব নষ্ট কয়।


আমার চরিত্র ফুলের মতো! পশু নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে পশুর সমতুল্য জানোয়ার কয়।  


আমার অবস্থা অভাবি! লোভী নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে অতি লোভে সর্বস্ব নস্ট কয়।


আমার পাপ! কুকর্মে পাপী নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে সর্ব পাপে পথ ভ্রষ্টা কয়।  


আমার বিদ্যা! নির্বোধে ভয়ংকরী নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে ঈষৎ জ্ঞানে ভয়ংকারী কয়।