আমি ভাবিয়া পাইলাম অনেক ভবে
পরকে যখন করি আমি আপন মনে,
ভাবিয়া পাইনা পর কেন আপন করে
আমার চোখেরই জল পরের তরে।


আমার আলোকিত জীবনে কালো ভরা
কালো মেঘে যে কাটছে অসমর্থ বেলা,
আমি আমার মধ্যে খুঁজি নিজেকে খুব
পাইনা খুঁজে! কি করে হব পরের সুখ।


আমি ভাবিয়া আজ পাইনা কূল কিনারা
আপন যখন আমার জীবনের যন্ত্রণা,
তাই তো চাই নাহ আর আপন পরকে
আমার চোখের জল যখন সবার তরে।


আমার জীবন কাটছে অন্ধকার মায়াতে
সুখ পাইলাম নাহ এই আপন পরের মাঝে,
এই জীবন আমার আবির্ভাব হয়েছে একা
তাই আমার জীবনে নাই আপন পরের মায়া।


ক্লান্ত আমি আমার জীবন ভবে হারিয়ে সব
তাই কাটছে আমার শেষ নিয়তির বিসর্জন,
সবটা ভালো চাওয়া যেন আপন পরের মধ্যে
তাই আধারে আমার চোখের জল পরের তরে।
..........................০২-০২-২০২৪..........................
অভিযাত্রিক - ২০২৪