ওই আকাশ পানে তাকাইয়া
মন ভোরে সুখ খুঁজি মোরা।
কিন্তু প্রতিচ্ছবি আটকে দিচ্ছে
আমাদের মনের সুখের ছোঁয়া।


তবুও এই জলরাশিতে খুঁজছি
বিশাল উধারতা মোরা।
তীরে বসিয়া ভাবিয়া নাহি পাই
একরাশ উধারতার কিনারা।


যতই দেখি গগন ও জলের
নীলাচলে উধারতা নিরবে।
ততই মোরা হারাই নিজেদের
ভালোবাসার আত্মগোপনে।


শত ঢেউ শত ঝড়ের মাঝেও
তারা উধারে মধুকাল।
তেমনই মোদের আত্মায় রবে
ভালোবাসা অন্তিমকাল।


বন্ধু মোরা আপন স্বজনে,
এই গগন তরঙ্গের মাঝে।
বাঁচবো যতদিন রবো ভূবনে,
থাকবো মোরা আপন মনে।


                      আহমেদ’স ডায়েরি 🌿


.......................৩০-১০-২০২৩........................