কতোই না কষ্ট এই জীবন মরিচিকার বহরে,
সব আটকে থাকে মনের কেন্দ্রীয় কারাগারে।
মস্তিষ্ক মহাজালে আটকে থাকা চিন্তা চেতনা,
দিবা রাত্র, কাল বেকেল দেয় কতই না যন্ত্রণা।


সুখ খুঁজতে যাযাবর আমি নাই শেষ অপেক্ষার,
এই কষ্ট ঘেরা জীবন আমার কতই না যন্ত্রনার।
জীবনের পথ প্রান্তে খুঁজি সুখ রজনী আধাঁরে,
জানা ছিল না সুখ খুঁজতে হবে স্বপ্ন মায়াতে।


বিদ্রোহ মোর মনখানা মানে না কোনো বারণ,
এই বুঝি সুখ আসবে মন দিচ্ছে আলাপন।
বিধাতার কি খেলা এত চাচ্ছি মন থেকে,
দিচ্ছে নাকো সুখ ধরা এই স্রষ্টার রিজিকে।


আশার আলো জ্বালিয়ে কষ্ট মোর ভুলে,
আমি আছি চেয়ে সুখেরই পথ পানে।
যাযাবর আমি, আমি ক্লান্ত পথিক,
সুখ তুমি বাড়ি যাও আমি যে বেঠিক।


একলা পথের পথিক আমি হয়েছি যাযাবর,
পথে পথে ঘুরে বেড়াই দেখা নাই সুখ তোর।
আজও কটচ্ছে দিন কাল অপেক্ষার প্রহরে,
আসবে সুদিন মন বললো ক্রান্তি অবসানে।



................১৭/০৭/২০২০................