মনো আকাশে মেঘ জমেছে,
বসন্তেও যেনো বিষাক্ত বাতাস বইছে।
কারণ টা কি তবে অজানা আমি,
মেঘ যে কালো হবে না বারনে কে আমি।


আঁধারে তামাশায় ঘেরা অর্পণ ভৃত্য,
ফাল্গুনের আগুনে পোড়া জীবন নিত্য।
কারণটাই যেনো এক অজানা রহস্য,
উৎপত্তি ছেদন জীবনেরই শ্লেষ মাত্র।


ফাল্গুনের শুভেচ্ছায় মাতিল গগনখানা,
চুর্ন আয়াশে অদৃষ্ট দ্বন্দ্বয় মনখানা।
গগন যে কালো মেঘে সাজবে নাহ!
তা না চাওয়া কুলুষ আমি অন্বেষা।


মেঘে মেঘে মজেছে আজ ভালো,
বাতাসে বইছে যেনো দহন কালো।
মধুমাসে একান্তই সুখ খোজা আমি,
এই বসন্তের মূল্য অনেকটাই বিনাশী।


যেমন আছে মন! থাকতে দেই তাকে,
দিন শেষে নিদ্রা ঠিকই নয়নে নামে।
বিরূপ জীবনে নিত্য দহণে খণ্ড শশী,
চন্দ্রা উঠবে অপেক্ষায় মৃত্যুই মৈত্রী।