তুমি এসেছো আমারো এই মনে
আমারো জীবনের বিষন্নতার প্রান্তে।
ভালোবাসি কিনা! জানিনা আমি
তবে চাই রাখতে আগলে হে নন্দিনী।


এর নাম যদি হয় ভালোবাসা!
তবে তোমায় আমি ভালোবাসি!
হে মোহ মায়া স্রোতস্বিনী।


আমি চেয়ে রই তোমার বিত্ত আঁখিতে
ভুলে যেনো যাই অতীত আধার কাটিয়ে।
তোমায় পাবো কিনা! জানিনা আমি
তবে মন চেয়ে রয় তোমার নেত্রে হে রমণী।


এর নাম যদি হয় পাগলামি!
তবে তোমার চাহনিতে পাগল আমি!
হে মোহ মায়া স্রোতস্বিনী।


তোমার ভালোবাসার স্রোতে আমি ভাসতে চাই
আমার এই ডোবা পাতক মনেও শান্তি চাই।
তোমায় ধরে রাখতে পারবো কিনা! জানিনা আমি
তবে এক সুন্দর স্রোতের ঠাই চাই হে মানবী।


এর নাম যদি হয় স্রোতে ভাসা মিতালি!
তবে তোমার স্রোতে গড়তে চাই সুন্দর অবনী!
হে মোহ মায়া স্রোতস্বিনী।



বিঃ দ্রঃ ভালোবাসা মানে এই না যে একে ওপর কে শুধু চাওয়া। ভালোবাসা মানে স্নেহ, সম্মান, যত্ন, আত্মমর্যাদা, ব্যাক্তি স্বাধীনতা । সবচেয়ে বড় বিষয় একে অপর কে বুঝা। ভালো থেকো ভালো রাখবে তাকে তুমি নিজে ভালো থাকার জন্যে। কারণ নিজেকে ভালোবাসা আর ভালো রাখা প্রথম কাজ ।