হবে নাহ দেখা আর কোনো দিন,
স্মৃতির পাতায় রয়ে যাবো অমলিন।
আস্তে আস্তে দিবো কমিয়ে কথা কাব্যে,
দেখবে হারিয়ে নেই আমি গন্তব্যে।
সূর্য উঠবে ঠিকই রোদ ও হাসবে,
রবনা শুধু তোমারই বাস্তব জীবনে।
মনে পড়বে আমায় যেনে যেদিন,
হয়তো রবোনা কিছু শুনতে সেদিন।
জানতে পেরে ও হইনি তোমারি,
কারণ সেদিন আর ছিলাম নাহ হতে তোমারি।
বলাইতো হয় নি কোনো দিন,
ভালোবেসে ছিলাম, তোমার ছিলেম চিরদিন।
যাচ্ছি হারিয়ে আস্তে আস্তে,
একদিন ছাড়ব এই ভুবন খুব কষ্টে।