মেঘলা আকাশ মেঘে ঢাকা,
দেখার ইচ্ছে তোমায় ।
মেঘের ঘর্ষণে মাতিল আকাশ খানা,
চম্‌কালে বিজলী দেখবো তোমায়।
চমকে ছিল ঠিকই আকাশ বেজায়,
ছিলে নাহ শুধু তুমি সেথায়।


কোলাহল আধাঁরে
রাত্রি যাপনে নিরবতায় আমি
বড় একা।
আঁধারে খুঁজিতে থাকি
তোমারই সেই ব্যস্ত শহরে তোমাকে!
পরে মনে পড়িল তুমি তো নও আমার মত একা।