কে তুমি?


আমি পৃথিবীর বুকে ভাগ হওয়া সেই খন্ড,
সাতচল্লিশে জন্ম নেওয়া বাংলার অখন্ড।


আমি বুলেট-বোমা আর চাবুকের রক্ত,
বায়ান্নতে ছিনিয়ে আনা বাংলা মায়ের ভক্ত।


আমি গণমানুষের হারিয়ে যাওয়া অধিকার,
ছয়দফা সহ মিছিল মিটিং গণঅভ্যুত্থানের স্বাধীকার।


আমি সর্বনাশা রক্তচোষা পাকবাহিনীর হজম করা ক্রোধ,
একাত্তরের বিজয়মালা ডিসেম্বরের স্বাধীনতার বোধ।


আমি স্বাধীন দেশের কল্যানহেতু সব মানু‌ষের মন্ত্র,
স্যার,আব্রাহামের লিখিত আইন মুক্ত ও গণতন্ত্র।


আমি উড়াল চিঠি প্রেরক শাষক প্রাপক কুমোত কাকা,
লুট করা সেই গাই-বাছুর ধান তাঁত কাপড় আর টাকা।


আমি স্টেশনের প্লাটফর্মে বমি হওয়া ভাত,
ক্ষুধার জ্বালায় কুড়িয়ে খাওয়া হতদরিদ্রের হাত।


আমি রংপুরে সেই যুবতী কন্যার ইজ্জত ঢাকা জাল,
দুর্গা - বাসন্তীর ইতিহাস যা রচিয়াছে মহাকাল।


আমি মুজিব নেতার অনুভূতি লুটে নেয়া সেই কম্বল,
চোরের খনিতে লুট হওয়া সেই হতদরিদ্রের সম্বল।


সংক্ষেপিত .....