এদেশ আমার প্রতিটা ইঞ্চি যেন স্বর্ণের খনি,
ত্যাগিয়া করিল কতো মহাপ্রাণ ধন্য করিল ভূমি।


কতশত প্রাণ ঝড়িয়া গিয়াছে একটু বাঁচাবার লাগি;
ক্ষুধাতুর মুখে তুলিতে অন্য দ্বারে দ্বারে ভিগ মাঙি।


এদেশ আমার এদেশ তোমার নহে কোনো ভিনদেশীর,
তবে কেনো আজ নাহি পাও লাজ লুটায়েছো তব শীর।


কত মহাপ্রাণ কাড়িয়া নিয়াছে ঐ জালিমেরা শোনো,
তাঁবেদারী করে কিনিয়াছো তবু পরাধীনতার কাল-বনও।


দেখিতে কি পাওনা ইতিহাস শুনিতে পাওনা কানে?
মুজিব নেতার অগ্নীবানী আবারও যুদ্ধে যাইতে টানে!


আরো আছে আঃ সালাম রফিক তিতুমীর এম ভাসানী,
স্বর্ণাক্ষরে রচিয়াছে ইতিহাস মুছে দিয়ে শতো গ্লানি।


এদেশ কিনেছি বাপের রক্তে - মায়ের চোখের জ্বলে,
কেড়ে নিতে ফের চেষ্টা চালায় কত ঢংয়ে কৌশলে।


জানেনা তারা আমরা যে সেই বীর বাঙ্গালী জাতি,
শেরে বাংলা - ওসমানী আর জিয়ার ভাই জ্ঞাতি।


এদেশে ওঠে সোনার রবি পুব আকাশের কোলে,
রাতের কোলে শিশু ঘুমায় ঘুম পাড়ানীর বোলে।


এ দেহের শেষ রক্ত বিন্দু-ও যেন গেয়ে ওঠে এই গান,
বাংলা আমার মায়ের আঁচল বাংলা আমার প্রাণ।