ছাড়া আছে দড়ি করো যা কিছু মন
বাজবে যেদিন ফুৎকার,
সেদিন তোমার ওকালতি করিবে
কে আছে এমন পেশকার?


ধরাধমে ভাবো নিজেরে তুমি
অলিক সুখের রাজা,
কে আছে তোমার করিতে মৌকুফ
মহামহিমের সাজা।


সৃজিল যে তোমারে করিল সকল
সৃষ্টিকুলের মণি,
আদি কোন পাপে দলিয়ে ভূতলে
ডাকিয়া আনিলি শনি।


চিননাই তারে-তিনি যে সকল
সৃষ্টিকুলের রব,
ভূতলে পাতাল-উর্ধ গগনের ও
যাকিছু-তাহার সব।


কালিমা তোমার কলবে যে নাই
নাই ন্যায় নীতি কাজে,
কি হবে হাল সেদিন তোমার
ভেবে কুল পাবে-লাজে?


থাকিতে সময় চলো সবে ঐ
মালিকের পথ ধরে,
যে পথে গেছেন দ্বীনের নবী
পাক মদীনার পরে।