জনম লভিয়া - কাঁদিয়া ফিরিয়া
           খুঁজি দু-নয়নে ডাকি হাত বাড়িয়া,
              জন্ম-জননী সহিয়া শত গ্লানি ;
                    দুই - আশি দিনে
                     দুঃখ ক্লেশ কিনে,
     আনিল ভূবন, খাইলাম মম রক্ত মাংস পানি।


          যায় দিন-রাত হইলো বয়স পাঁচ,
কতনা আদরে খাওয়ান জননী বটিতে কাটিয়া মাছ।


                মিথ্যা দৈন্যে করিয়া হন্যে
                 পিতৃ-ঋন সুধীবার জন্যে,
   ভূই-খেকো ঐ জমিদার বাবু বাড়াইয়াছে সুদ-ঋন
  সুধীবার জেরে না পারি হেরে বাজাইছে মরণ বীণ।


             কহে মা ওরে মানিক আমার
           হাতে নিয়া বই পাঠশালে এবার,
মনে আশা,হবি তুই বড় উকিল বারিস্টার ফিরায়া আনিবি তোর বাপো-ভূই নিছে যা ঐ জমিদার ।


                   দিন শেষে মায়
                  কহে খোকা আয়,
       সুধাই - পাঠশালে কি পড়িলি আজ?            
              হতেই হবে মানুষ আগে
                ত্যাগ করি সুখ ভোগে,    
পড়ুক  সকল জালিম পাপীর মাথার উপর বাজ,  যাদুধন মোর করিনু আশিস, তুই হবি মোর তাজ।