নিজেকে এতো বড় কিছু ভাবতে যেওনা;
সময় ফুরালে বুঝবে।
সময়কে অবহেলা করো না
দিনশেষে সূর্য হারালে বুঝবে।
সূর্য কেবল আধার কেই পরাভূত করে না;
প্রতিশোধ নিতে সন্ধ্যা এলে বুঝবে।
সন্ধা কেবল আলোকেই লুকায় না
আমার অনুপস্থিত! তোমায় যখন কাদাবে, বুঝবে!!!
কি ভাবো কি নিজেকে
একটু বলবে প্লীজ?
সময় যখন সূর্যকে বলে দিবে
অনেক হয়েছে আর নয়,
আগমনী বার্তা নিয়ে হাজির হও সন্ধে,
হয়তো সে আগমনী বার্তায় থাকবে..
আমার শব্দের হ্রদপিন্ডের দগদগে ঘায়ে কোন কীটের বাস,,,!!!


নয়তো থাকবে,,,
শব্দের মৃত্যু।