আসিয়া ভুবন হইলাম বড় ঋণী,
ষোলো আনা ডিগ্রী লইয়াও
সুখ না চিনে অঢেল দুঃখ কিনি।


লোভ লালসায় হইয়া রে তুই মত্ত,
পরনিন্দার পেয়ালা ভরে
খাইলি ভাইয়ের জীবন হীনা গোস্ত।


ডাক আসিবে যখন পরপারে,
সঙ্গী সাথী কেউ হবেনা
থাকবি একা অন্ধকার কবরে।


কি হবে আর মোহ-মায়া দিয়ে,
যেতেই হবে আগে পরে
রংহীনা সেই সাদা কাপড় নিয়ে।


এমনই ঘর নাই যে সেথায় সুখ,
দুঃখ কস্টের বালাখানায়
ভাংবে পাজর ভাংবে রে তোর বুক।


এমনি করে থাকবে চিরকাল
কেমন করে সইবি রে তুই
আসবে যখন ভয়াল-মহাকাল।


দেহ খাঁচা ছাড়বে যেদিন প্রিয় প্রাণ পাখিটা,
রইবে পরে বাড়ি গাড়ি
ঘুচবে সকল দুনিয়াদারি
জুটবে শুধু চার দেয়ালের একটি কবর-ভিটা।