বেঁচে দেবো।
হ্যাঁ সত্যিই বেঁচে দেবো।
নামকাওয়াস্ত মুল্য পেলেও,তেমন কোনো ক্ষতি নেই।অ-প্রকাশের এই ব্যার্থতা মেনে, মন মগজের প্রতিটি শিরা উপশিরায় ড্রাকুলারা পাক সিটিজেনশিপ।গড়ুক বসোতি প্রজন্মের পর প্রজন্ম।
(রক্তশূন্যতা পুর্ণতা পাক নীলাভ বিষে।)
পরাধীনতাই হোক আমার একমাত্র প্রাপ্য অধিকার।


হ্যাঁ, আমি বেঁচে দিতে চাই।
'প্রকাশ' যখন টুটি চেপে ধরে আমার!
যখন, সত্য প্রচারে অস্তিত্ব সংকটে পরে আমার আগামীর প্রজন্ম।তখন বেঁচে দেয়া ছাড়া আর কিইবা গত্যন্তর থাকে আমার?


হ্যাঁ, আমি বেঁচে দিতে চাই আমার "কলম"।
ক্রেতা হোক সে,যে মিথ্যাচারের সর্বোচ্চ বিদ্যাপীঠের লেটার মার্কস পাওয়া সজাতীর আইকন।


হ্যাঁ,আমি বেঁচেই দেবো আমার প্রিয় কলম।
আর চির নিদ্রায় শায়িত হোক আমার কলব।
বেঁচে থাকার তার,আর কোনো অধিকার নেই।


ভাবছি, বিক্রির সেই টাকা দিয়ে বেদে পল্লী থেকে একটা গোখরো সাপ কিনে আনবো।কলমের থেকে সাপ পোষা ঢের ভালো।
একটা থেকে দুটো।
দুটো থেকে চারটে।
এভাবে বংশবৃদ্ধি পেতে পেতে একসময় একটি স্নেক ফার্ম বানিয়ে ফেলবো।চাষ হবে সাপ এবং বিষের।
সাদা চামড়াওয়ালাদের দেশে,বিষের যথেষ্ট ডিমান্ড।  একসময়  বিদেশে রপ্তানি হবে আমার ফার্মের উৎপাদিত সাপ এবং বিষ।রেমিটেন্স আসবে দেশে।আমারও লাভ। লাভ দেশেরও।


আমার সফলতা দেখে দেশীয় তরুনদের অনুপ্রাণিত করতে ইন্টারভিউ নিতে আসবে শাইখ সিরাজ সাহেব।এক পর্যায়ে যখন তিনি আমাকে প্রশ্ন করবে,
আমার এই সফলতার পেছনের মূলমন্ত্র কি?


কি জবাব হতে পারে আমার?
কি ব্যাখ্যা হতে পারে "প্রিয়  কলমের" ইতিহাসের??
কি শোনাবো আগামীর তরুনদের???