তুমি বিপ্লবী চেতনার।
জালিমের দূর্গ ভাঙ্গার,
শেরেবাংলার শাহাদা তর্জনী।
তুমি সাইক্লোন ম্যাসাকার!
ফেরাউন ডোবাবার,
মুসার লাঠি আর খঞ্জনি।
উত্সর্গ : জুলাই অভ্যুত্থান সহ পরবর্তী সকল ক্রাইসিস মোমেন্টে অতন্দ্র প্রহরী প্রিয় সমন্বয়ক আবুল হাসনাত ভাইকে।
২২/০৩/২০২৫ খ্রীষ্টাব্দ