সত্য হীন মিথ্যার তরঙ্গ, কবর হীন লাশের স্তূপ
আলো হীন সমাজ, বিবেকহীন মনুষ্যত্ব
সময়ের সাথে এগিয়ে যাওয়া জীবনের গদ্য
অস্তিত্বের লড়াইয়ে একা বেঁচে থাকবার চেষ্টা
ক্ষমতাশালীর দায় হীন নীতি,
গরীবের চিৎকার করে ওঠা পেট,
অর্থনীতির অংকের চাপে
ছবি আঁকা হয় বিবর্ণ পৃথিবীর।