বাংলা ভাষা, যে ভাষায় কথা বলি
যে ভাষায় স্বপ্ন বুনি, যে ভাষায় গান গাই,
যে ভাষায় কবিতা লিখি, যে ভাষায় বই পড়ি
সে ভাষা আমার মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা।


২১শে ফেব্রুয়ারী সে ভাষা নিজের করে নেয়ার দিন,
২১শে ফেব্রুয়ারী সে ভাষার জন্য আত্মত্যাগের দিন,
২১শে ফেব্রুয়ারী সে ভাষার জন্য রক্তে রাঙানো দিন,
২১শে ফেব্রুয়ারী আনন্দ-বেদনাময় অস্তিত্বের স্তম্ভ।


মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা চাই
গর্জে উঠেছিল একদল দামাল ছেলে
ঝরে ছিলো রক্ত, হয়েছিল লাল রাজপথ
কেঁদেছিল মা, কেঁদেছিল সারা বাংলা।


৫২-র ভাষা আন্দোলন, ৬৯ এর সংগ্রাম
তারপরে লড়াই শুধু মানচিত্রের আর মুক্তির,
৭১ এ এলো স্বাধীনতা, পেলাম পতাকা,
পেলাম আমার দেশ, স্বাধীন বাংলাদেশ।


আজ রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী,
ভাষা, মানচিত্র আর পতাকার লড়াইয়ের
সেই লড়াকু সৈনিকদের আমাদের সালাম।