দৈত্য আমি ,


করি শুধু বমি ।


যেতে চাই বৈদ্যের কাছে ,


দেখে আমায়, বৈদ্য ভাগে পাছে ।।


গেলে হাসপাতালে,


মানুষ পালায় দলে দলে ।।



দেখে সুস্বাদু বেঞ্জন ,


খেতে চায় নিরঞ্জন।


সে আমার ছোটো ভাই ,


করে শুধু খাই-খাই ।।



যাব সেথা  ;


পাবো , নির্ভয় বৈদ্য যেথা ।।


বললাম অনুজকে - ' ভাই ,


চল সবুজ মাঠে যাই ‘ ।


শুনেছি, সেখানে নাকি ,


আছে এক পাখি ।।


সে নাকি জানে ,


বৈদ্য আছেন , কোন খানে ।।