আমরা গ্রামের ছেলেরা


ঘুরে বেড়াই পাড়ার পর পাড়া ।


পাঠশালায় যাই রোজ


বইপত্রের নেই খোঁজ !


কেটে কেটে সাতার ,  


ভাবি কখন যাব কাতার।


খেলার মাঠ কুড়া


তাই ঠিক করতে লেগেছে সকল গাঁইয়া ছোরা ।


গেলে কোনো বড় শহরে


রাস্তা পার হতে ভয় করে ।।


পাঠশালায় শিখি আমরা  


অনেক ছড়া,


কিন্তু ঘরে এসে ছড়াগুলো মিলিয়ে যায়


কোথায় ?


পাঠশালাতে গুন গুন শব্দ করে পড়ি , কতই না মজা করি;


আমরা করি গুরুজনদের সম্মান ,


তারা শুধু ধরে আমাদের কান!


তখন ভীষণ রাগ হয়


কিন্তু কিছু করার নেই তাই পালাতে হয় ।।


আমরা গ্রামের ছেলে,


ভুলিনা কারোর কিছু খেলে ;


যার খাই নুন


তার গাই গুন ।


দেখলে ক্ষুধার্ত ভিখারী


চুপিচুপি দেই রান্নাঘর থেকে ভাত ও তরকারি ;


পকেট ফাঁকা!


নেই কোনো টাকা


তাই হেঁটে হেঁটে ঘুরেবেরাই ,


পাড়ার পর পাড়া ।।


পড়ে মহাকাব্য জগতকল্পনা  


কতই না করি কল্পনা ।


আমরা গ্রামের ছেলেরা ,


করি শুধু ঘুরাফেরা ।।