নদীর তীরে বসে,
আমি গান গাহি ওহে,
সকাল সকাল।
কত সাদা সাদা মেঘ উড়ে যায়
আকাশ দিয়ে।
কত পাখি এলোমেলো উড়ে যায়
খাবারের খোঁজে।
বসে বসে থাকি আর ভাবি-- এ মেঘ কি শুধু আজ বইছে?
ওরে, সাদা মেঘ!
সে তো অনন্তকাল ধরে উড়তে আছে।
ও মন, লাগেনা আর তোর সঙ,
নিয়ে চল, ওরে আমায় নিয়ে চল;
ভাসাই একটু গা খানা মোর হাওয়ায় উড়ে।
ওরে মন, শুধু একটুখানি।