চাই না কবি হতে তোমার মতো,
শুধু লিখি আমি আমার মতো।
মনে যা থাকে লিখি মন থেকে,
মনের সেই বিরাট ঝড়ের পালা থেকে।
তা ভাঙা হোক, চূর্ণ হোক, বিকৃত হোক--ভালোলাগে একত্রিত করতে,
ভালোবাসি দেখে বারবার হাসতে;
তবু চাই না কবি হতে তোমার মতো।