হে আলো, হে যুগান্তরের আলো
তুমি ফিরিয়া এসো
দেখ এই সমাজের বুকে চেয়ে
ধর্মান্ধতা, অন্ধবিশ্বাস কেন যায় না দূরে সরে?
বসিয়া কি রহিবো আমি চিরকাল
তোমারি জন্য?
এই পঙ্কিল পৃথিবীর বুকে
কেন তুমি রেখে গেছ এত অন্যায় অবিশ্বাস?
হে আলো, হে পবিত্র আলো দাও না খুলে তুমি মানুষের চিন্তাচক্ষু
পুরছে মানুষ তাঁর নিজের সৃষ্ট অনলে
মুক্ত করো হে আমায়, ছুঁয়ে যাও আমায়
তোমার ওই পবিত্র ছটায়
মুক্ত করো হে তুমি এই বিশ্বসমাজে
কেন তুমি রাখিবে তাঁহারে অন্ধকারে?