হে বিপ্লব তুমি কেনো আছো এ পৃথীবিতে?
তুমি কেনো বেঁচে আছো এই মর্তভূমিতে
হারে হারে চলে গেলো 20 টা বছর
কী আশায় বেঁচে আছো আর কার লগে?
টাকা টাকা টাকা
টাকা ছারা জীবন ফাঁকা
অসয্য যন্ত্রণা মনে ব্যথা শরীরে ব্যথা
সাথে ভূল মানুষ চেনা!
বিনিময়ে কত যে বেদনা!
নই রে আমি ঋণী
তোর পৃথিবীতে জন্মি, ঈশ্বর।
মুক্ত করো হে মুক্ত করো
সেই অনাতীত অতীতে আমারে নিয়ে চলো
ছোট্টবেলা পেরিয়ে মায়ের কোক পেরিয়ে
সেই শূন্যে নিয়ে চলো
আমি বিলীন হতে চাই
সেই আনন্দ তায়।