সময় বড়ই স্বার্থপর,
কাউকে দেয় না একটু আশ্রয়।
জীবন বড়ই অদ্ভুত,
এত ভালবাসে তবু জীবন থেমে যায়।
প্রকৃতি বড়ই পরিবর্তনশীল,
কারনে অকারণে শুধু বদলায়।
নিয়তি বড়ই নিষ্ঠুর,
বদলায় না শুধু কষ্ট দেয়।
মানুষ বড়ই স্বার্থপর,
প্রয়োজন শেষে সবকিছু ভুলে যায়।
ফুল বড়ই অভিমানী,
অবহেলায় সে ঝরে যায়।
নিয়ম বড়ই কঠোর,
মানে না কোন প্রয়োজন।
মৃত্যু বড়ই স্বাধীন,
লাগেনা কোন আয়োজন।