পড়ে নিও লেখা গুলো মোর,
যখন যাবো চলে দূর বহুদূর
যেও না তখনও আমায় ভুলে,
খাতাটি রেখো না শুধু ফেলে।


সকালে কিংবা সাঁঝে
সবুজ পাতার ভাঁজে,
জমানো মমতা গুলো নিও তুলে,
সবুজে ভালবাসা দিয়েছি ঢেলে।


দেখবে যখনই নীল আকাশ
তোমায় সে করবে প্রকাশ,
কিছু অনুভূতি রেখেছি মেখে,
কেঁদো না কখনো আকাশ দেখে!


আষাঢ় গগনে ঘনিয়ে মেঘ
নামে যদি বৃষ্টি অনেক।
থেকো না চেয়ে কদম ফুলে,
কে দেবে সে ফুলটি তুলে!


বইবে যখন মৃদু বাতাস
পাও যদি কামিনীর সুবাস,
তুলে নিও ফুল আপন নিরিখে
স্মৃতি গুলো যাব শুধু রেখে।


কখনও করুণ সুরে ভায়োলিন
যদি মুখটি তোমার করে মলিন,
যেও না তখনও আমায় ভুলে
খাতাটি রেখো না শুধু ফেলে।



(30-04-20 ; 01:35am ৷৷ ১৭ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ)
Copyright reserved ©