নদীর টেউ তো সে নদীতে বয়ে যায়,
সাগরের ঢেউ কেন কূলে আছড়ায়,
সে কিসে এত দুঃখি কেন এত কাতরায়,
এই ভাবনা শুধুই ভাবায় আমায়।


সাগরের জল তো আছে অতি অনন্ত ,
দিগন্ত জুড়ে আরও দিগন্ত দিগন্ত,
তার শক্তি ও তো থাকে চিরবসন্ত,
তবু কেন তার এ দশা আসে না মাথায়।


সকল নদীর জল তো তারি সাথে মেশে,
আছে যত নদনদী বিশ্বের দেশে দেশে,
তার তো বাড়ায় শক্তি তারা সব এসে,
বল কিসের অভাব তার থেকে যায়?


কূল হতে কূল তারি খুঁজে নাহি পাই,
এই বিশাল সাম্রাজ্য তার তো পুরোটাই,
তবে যেটুকু ডাঙা, তার তাও কি চাই?
তাহলে বল মোরা সব রব কোথায়?


এই পৃথিবীর তো বেশিরভাগটাই তার,
সেটাই তো অনেক আর কি দরকার?
চাই চাই আছে শুধু মিছে আবদার,
আছে তো ভুরি ভুরি কেন আরও চায়?


বিত্তবানের কি থাকে না দয়ামায়া?
হারিয়ে যায় কি তার সব হায়াকায়া?
কাড়িতে চায় দূর্বলের থেকে যেইটুকু ছায়া,
এই কুঅভ‍্যাসে সে ইতি কবে দেবে হায়?


এই ভাবনা শুধু ভাবায় আমায়।।