ভালোবাসা নয়, আজ উঁকি দিয়ে উঠেছে বিবেকের আড়ালের এক চাপা আক্ষেপ !


ভেবেছিলাম কোনদিনই রূপ পাবে না এই ভাবাবেগ গুলো মরচে পড়া কলমে।
তার নীলটুকু যে নীলনদে তলিয়ে গেছে
আগেই - অনেক আগে;


আজ আমার খোলা আকাশে আর্তস্বরে বাজিয়ে তুলছে তোমার আবেগ, অনুভূতি,
মায়া আর স্মৃতিকথা!
যদিও আমি বেদনার মরুভূমিতে বিরাজমান!


সত্যি! তোমাকে যে  ব্যক্ত করতে পারিনি মোনের কার্নিশে লেপ্টে থাকা আকাঙ্ক্ষা, বাসনাকুল।
পুষে রাখা ইচ্ছাগুলো উজাড় করার  বলটুকুও ছিলো না আমার।
ছিল শুধু তোমার সৌন্দের্যের স্রোতে ভেসে যাওয়ার ক্ষমতা।


অনেক দিন দেখিনি তোমার কাজলা চোখে, স্নেহমাখা মুখখানি.....
দক্ষ শিল্পীর নিপুণ দক্ষতায় রক্তিম আভা ঢেলে দেওয়া ওষ্ঠ-দ্বয়ের স্পন্দন দেখিনি অনেক দিন!


তোমার পথ চলার নিক্কণ আভা আজও মাখি ভোরের বাতাসে!
কোকিল কন্ঠের মত গোধূলি মাখা হাসি আজও আমার রন্ধ্রে রন্ধ্রে!


দেখা দেবে কি! না থাক;
লোভনীয় হাতে ছোঁয়া সেই ছন্দ-টুকু ক্রমশই আমাকে করে তুলছে ছন্দহীন!
স্বপ্নের আয়নায় দেখি ভূ-তলের  অশুভ ছবি!
দেখা দিবে না জেনেও আমি নিশাচর রূপে কৃপাপ্রার্থী.....


হয়তো তুমি কোন গোপন মিহিন উষ্ণ ছোঁয়ায় হয়েছো লাবণ্যময়ী,পাষাণ,পাথর..
কিংবা গজলমুখে 'নতুন'এর করতল হাতে নিয়ে  দিচ্ছ পাড়ি অচীন পথে.....।।