এখই আল্লাই মি
-ইউসুফ মানসুর


সকাল থেকে দুপুর হয়ে গভীর রাত অবধি
পারি দেই শত মাইল রাস্তাঘাট,মাঠ এবং নদী।
সবখানে জানাই আমি
বলো,এখই আল্লাই মি।


নীতির অভাবে আমরা দুর্নীতির আগুনে দগ্ধ
শান্তির অভাবে অশান্তিতে মুগ্ধ?
এবার সবারে জানাও তুমি
বলো,এখই আল্লাই মি।


আমরা প্রতিনিয়ত প্রতারিত
লাঞ্চিত হই প্রতিজন অবিরত
বঞ্চনার শিকার প্রতি ইঞ্চি জমি
বলো,এখই আল্লাই মি।


হাতপাখার উচ্চকিত আওয়াজে
স্বপ্ন জাগে মানুষের হ্রদয় মাঝে
মুক্ত হবে আমার মাতৃভূমি
বলো,এখই আল্লাই মি।


নোটঃ আমরা আল্লাহর পক্ষের লোক -এর মণিপুরি ভাষায় হলো "এখই আল্লাই মি"


রচনাকাল→
২৫.১২.১৮
মঙ্গলবার
গুলের হাওড় (মণিপুরি গ্রাম, ভারত সীমান্তবর্তী এলাকা)
ইসলামপুর,কমলগঞ্জ, মৌলভীবাজার