কাঁচের দেয়ালে বন্দী আমি
অসহায় থরথর
চিৎকার আমার যায় ভেসে যায়
কান্না নিরন্তর।


অশ্রুপাতের ধারাবাহিকতা
আমার চোখের গল্প
চিৎকার দিয়ে ডাক দিয়ে যাই
শোনে ক'জন অল্প।


হুশ হারিয়ে হয়ে বেহুশ
পড়ে থাকি যবে
কেউ তো আমার নেয় না খবর
কে বা খবর নিবে?


এই যে এসব ধারাবাহিকতা
এবং কবিতা
কবি যদি সত্যও লিখে
তবুও অযথা!


সত্য-আলাপ করলে কবি
হয়ে যায় সন্দিহান
কবির কথাই দিন শেষে
হয়ে যায় প্রমাণ।


কক্ষপথের ভিন্নতা আনে
নক্ষত্রের পতন
গাছের সাথে পাতার দ্বন্ধে
পাতা হারায় যতন।