সকাল থেকে দুপুর হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত,
জীবনের মাঝে অমানিশা শুধু আসেনিকো প্রভাত।


তোমার বিরহে কেঁদে কেঁদে চোখের জলে বাসি,
জীবনের চেয়ে প্রিয় নাবি তোমায় ভালোবাসি।
স্বপ্ন ভুবনে তোমার সাথে হবে কি মোলাকাত...


তপ্ত দুপুরে সুখের লাগিয়া তোমার নামের বারি,
হ্রদয়ে আমার ঝড় উঠে যায় অবিরত পাঠ করি।
তোমার নামের পরিচয়ে ভুলি শ্রেণী- জাত-পাত...


নাবি তুমি তপ্ত মরুর শীতল বারিধারা,
তোমার স্বরণে বয়ে যায় চোখে তপ্ত অশ্রু ধারা।
তোমার নামের দরুদ পড়ে সকল মাখলুকাত...


রচনাকাল→
১৫.০৭.১৭ ঈসায়ী
থানাবাজার, মৌলভীবাজার।