কোথাও দূরে যখন দিন শেষ হয়-
রাত চুরি করে দিনের আলোকে।
আমার ইচ্ছের উঠানে-
কেউ যেনো দ্বিপ জ্বালায়
স্বপনের আলো,
ভালবাসার উজ্জ্বল শিখা,
সে আমার আপন,
তার ছায়া আমার পিছু ছাড়েনা।
চুপিসারে তার আসা,
মিশে যায় নিঃশ্বাসে
হারাতে চায়না মোরে,দেখিনা তারে।
কখনো উচ্ছাসে হৃদয়ের টানে-
আসে সে পূর্ণিমায় ভরা জোছনায়,
মিলন হয়না,দেখিনা তারে।
উচ্ছ্বাস থামিলে বৈরী হয় চিত্ত,
আপন ছাড়ি পরের দরদে হারায় সে-
অজান্তে।
সৃস্টির সার্থকতা খোঁজেনা,
নিষ্ঠুর সে আপনহারা-
বিস্মৃত হয়ে রয় স্বত্তাহীন,
দেখিনা তারে,
খোঁজেনা সে জীবনের মানে।
সাজের বেলায় দ্বিপ জ্বালিয়ে-
আলো দেয় মোরে নিজে থাকে-
অন্ধকারে।
--------------------
জেহিন সিদ্দিকী
৬/৭/২১
কাউন্সিলর
বড়লেখা পৌরসভা,মৌলভীবাজার।