এখানে প্রতিটি মানুষই প্রতি মুহূর্তে
দুঃসময়ের আতঙ্কে থাকে।
একটি খেলনা
যা মাটির টুকরো হতে ভয় পায়।
আমার হৃদয়ের কোনায়
একটি নিষ্পাপ শিশু
বড়দের দেখে,
দেখে বড়লোক ধনকুবেরদের।
তবে
সম্পদ জমাতে-
আর সংসার বড় করতে ভয় পায়।
ভালবাসেনা তার জীবন,
না তার মৃত্যুর ওপর তার নিয়ন্ত্রণ,
কিন্তু মানুষ ভগবান হতেও ভয় পায়।
আজব এ জীবন কারাগারে বন্দী
পৃথিবীর প্রতিটি মানুষ,
মুক্তি চায় এবং,অথবা
মুক্তি পাওয়ার ভয় পায়।
--------------------------------
জেহিন সিদ্দিকী ২১/০৭/২২