অসম
--------
এই যে জীবন এ জীবনের অর্থ কি?
কোথাও সোনালী স্বপ্ন
কোথাও প্রান হরনের কষ্ট।
কোথাও আলোর বন্যা,
কোথাও আবার অন্ধকার,
নিকষ কালো অন্য রূপ-
আজব এক নেকাবে ঢাকা জীবন।
কোথাও পাই আবার কোথাও হারাই,
কখনো কেঁদে ব্যাকুল হই,
কখনো আনন্দে গান গাই,
কখনো ছিনিয়ে নেওয়া হয়-
সকল খুশী,
কখনো অপার,অসীম ভালবাসা আর
জীবন প্রেমময়।
কোথাও সৌভাগ্য,প্রাচূর্য্যের বর্ষন
কোথাও তৃষ্নার্থ,ক্ষুধার্তের হাহাকার।
এইতো জীবন,
জীবনের অর্থ কি তবে?
নিমিষেই সব শেষ।
--------------
জেহিন সিদ্দিকী ২৭/৬/২১