মুক্তি
Redemption.
--------------
(বিশ্বের খুব কম দেশেই গৃহপালিত পশু পাখি ছাড়া অন্য প্রাণী বা পাখি বন্দী অবস্থায় বাসাবাড়িতে দেখা যায়।বাংলাদেশ,ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে এ প্রবনতা দেখা যায়।
প্রকৃতিকে আমি খুব ভালবাসি।তবে যখনই কোন খাঁচায় বন্দী পাখী দেখি তখন আমার খুব কস্ট লাগে।কবিতাটি উৎসর্গ করলাম আমার মমতাময়ী মা'কে যিনি আমার ছোটবেলায় সবার অলক্ষ্যে আমার একটি টিয়াপাখীকে মুক্ত করে দিয়েছিলেন।পাখীটি ঐতিহ্যবাহী ''দুসরি খাসিয়া পুঞ্জী'' থেকে আমাকে উপহার দেওয়া হয়েছিলো)।
-------------------------
খাঁচায় পাখী বন্দী রেখে
কি লাভ হয় তোমার?
ওহে পাষান ওহে পাথর ওহে মানব আকার।
বইটি খোলে পড় যখন ''বনে সুন্দর প্রাণী''
কোন মানসে খাঁচায় তারে পুরো মনিষী?
চার দেয়ালের ভীতর আপন পূত্র হলে বন্দী,
মুক্ত করে আনতে তারে করছো জমি বিক্রি।
বনের পাখী বনে ডাকে কন্ঠ সুমধুর,
সেই সুরেলা আওয়াজ তুমি-
করছো কেনো দূর?
তোমার মেয়ের ক্ষনিক সময়-
কাটাতে গিয়ে সুখে,
বন্দী পাখীর বোবা কস্ট কেমনে সে বুঝে?
তোমার প্রিয়ার শখ পুরনে-
খাঁচায় তারে রাখো,
ছোট্ট জীবন বন্দী করে কি সুখ তুমি খুঁজো?
প্রাণীকূলের ভাষা যদি বুঝতে মোরা পেতাম,
তাদের প্রতি সবাই মিলে সমব্যাথী হতাম।
বনের পাখী বনেই সুন্দর,
বনেই তাদের মানায়,
আসুন সবাই খাঁচার পাখী-
উড়িয়ে দেই হাওয়ায়।
সবাই মিলে সবুজ শ্যামল অরন্য দেই গড়ে,
মানবজীবন-
হোক মানবিক সকল প্রাণীর তরে।
-------------------------------
জেহিন সিদ্দিকী
২ আগস্ট ২১