যাযাবর ভালবাসা আর আমি
অনিদ্রিত ভালবাসা আর আমি
বিষন্ন হৃদয় আর আমি
পুড়ে যাওয়া ফসল আর আমি
নদীভাঙ্গা ঘর আর আমি
অতুষ্ট মন আর আমি
পাহাড় ঘেষা মেঠো পথ আর আমি
বানে ভেসে যাওয়া সোনালী ক্ষেত আর আমি
বেদনার নীল রঙ আর আমি
সবুজ প্রকৃতি আর আমি
দারিদ্র্য আর আমি
অভাব,ক্ষুধা আর আমি
অন্যের ঘরের শীতের পিঠে আর আমি
গ্রামের সবচেয়ে উঁচু খেজুরের গাছ আর আমি
ম্যারাথন দৌড়ে পিছনে থেকে যাওয়া আমি
খালি পকেট নিয়ে প্রিয়ার সামনে বসা আমি
নির্লোভ মন আর আমি
টেবিলে রাখা অখাদ্য আর আমি
অল্প দামের জলন্ত সিগারেট আর আমি
লাল নীল হাওয়ায় হারিয়ে যাওয়া আমি
বৈশাখে ঝিম ধরা নেশার লাটিম আর আমি
রাতের শালবন পাহাড়ের বোবা কান্না আর আমি
উত্থাল গোমতীর ডেউ আর আমি
আকাশে উঁড়ে চলা অবুঝ সুখী চাতক আর আমি
আমরা চিরসাথী
প্রিয়া আমার বিলাসী
মন তাঁর উঁচুতলায় মশগুল
তাঁকে ভালবাসি প্রান দিয়ে,
প্রিয়াকে চিনতে করিনি ভুল।