একদিন ডাক পড়েছিল মিছিলে যাওয়ার-
গিয়েছিলাম কৈশোরের উচ্ছলতায়,
বইগুলো রইলো পড়ে বিক্ষিপ্ত।
পথ ছিলো পিচ্ছিল,বন্ধুর,ভয়ংকর
তবে,বড্ড ভালবেসে ফেলেছিলাম
সে পথকে।
দেশ মাতৃকা ছিলো শকুনির থাবার ভিতর
ছাত্ররা জিম্মি হলে কিংবা বিদ্যাপীঠে,
অছাত্রের কাছে।
আমরা স্থানান্তরিত হতাম
মিছিল থেকে মিছিলে।
দলীয় স্লোগানগুলো নিত্যদিন তুলতো শিহরন,
রক্ত কনিকায়।
ভালো লাগতো অনেক স্লোগান
মুজিব মানে রক্ত
আমরা মুজিব ভক্ত,
বঙ্গবন্ধুর রক্তে লাল
বাকশাল,বাকশাল।
মনের অজান্তেই নিয়মিত পথিক  হলাম
সে পথের।
যে পথ হলো মসৃণ
নুর হোসেন,দিপালী সাহা,
বসুনিয়া,কাঞ্চনদের প্রেমে।
পলাশ আমাকে ভালবাসতো
আমি তাঁকে পূঁজো দিতাম,
ছোট্ট মা হারা ছেলে চলে গেছে অবেলায়
জান্তার বুলেটের সাথে তাঁর নিবিড় আলিঙ্গনে।
আজো বলি,''বঙ্গবন্ধুর রক্তের ঋন
আমাদের উত্তরাধিকার,
তবে-
প্রয়োজন সৎ,নিষ্ঠাবান নেতৃত্ব
লুটপাটকারীর নেই দরকার ''