সারাক্ষণ কাছাকাছি
খুব কাছে,পাশাপাশি
অকারণে হাসাহাসি
ব্যাথা পেয়ে কাঁদাকাটি,
কষ্টটা চেপে রাখি
অন্তরে মাখামাখি।
স্কুলের কেন্টিনে
কিংবা গ্যারিসনে,
হাতে-হাত ধরে তাঁর
জীবনের মানে খোঁজি।
সবুজের হাতছানি
অপরুপ লীলাভূমি,
পলাশ-শিমুলের
সাথে সদা কুলাকুলি।
লাল ব্যাগে টিফিনের
লোভে পড়ে একদিন,
বলি তাঁরে''তোমাতেই-
জীবনের শেষ দিন''
পথ ছিলো নির্ভূল
সময়ের ছিলো ভূল,
সব প্রেমে নেই মিল
হুকুমের গরমিল।
কৈশোরের ব্যাকুলতা
মানেনি কোন বাধা,
হোম ওয়ার্ক খাতাতে
অবিরাম ছবি আঁকা।
ক্যাম্পাস পেরিয়ে
ভেঁজা ঘাস মাড়ায়ে
জীবনের সঞ্চয়ে
দেই হাত বাড়ায়ে।
ক্ষন যায়,দিন যায়
ভালো লাগা রয়ে যায়,
হৃদয়ের আশ্রয়ে
শুধুই শুভকামনায়।