কোথায় আছে আলোর পাখি?
আছে তোমার মনের ঘরে
রেখেছ তাকে বন্দী করে
আঁধারলোকে, উড়তে দাও নি।
তার সোনার বরণ ছিল পালক
মেললে ডানা ঝরতো আলোক
তার ডানা মেলার আওয়াজ
তুমি আজও শুনতে পাও নি।
আঁধার ছায়ায় রাখলে যারে
শিকল পায়ে বন্ধ ঘরে
তার মুক্ত হবার ইচ্ছেটাকে
বন্ধ চোখে দেখতে চাও নি।
অন্ধ হয়ে তুমি তোমার
খোল নি আঁখি।
কেমন করে উড়বে তবে
আঁধার ঠেলে আলোর পাখি?