মানো আর নাই মানো
কিছু ব্যথা থেকে যায় লুকানো
সে কি তুমি জানো?
ব্যথা থাকে ঝরে পড়া ফুলে
জীবনের ফেলে আসা ভুলে।
ব্যথা থাকে
উপড়ে নেয়া গাছের থেকে যাওয়া
শিকড় গভীরে।
বাঁধ দেয়া নদীর চরে
ব্যথা থাকে
ভেঙ্গে যাওয়া পাখির বাসায়
আর কান্নায় অপারগ চোখে।
ব্যথাগুলো থাকে নিরালায়
অপঠিত বইয়ের মত।
ব্যথা গুলো অবিরত
ধিকি ধিকি জ্বলে
কিছু ব্যথা কোনদিন
দেখতে পায় না লোকে।
ব্যথা থাকে
হঠাত চলে যাওয়া মানুষের
রেখে যাওয়া পায়ের ছাপে।
ব্যথা যেন
লিখিত চিঠি আছে বন্ধ খামে।