বিরহ মানে কি?
বিরহ মানে
নিরস কাজের ফাঁকে
আনমনে আঁকিবুকি।
বিরহ মানে কুয়াশায় ঢাকা ভোরে
সূর্য দেয় নি উঁকি।
বিরহ মানে অর্থহীন বসে থাকা
দুই গালে দিয়ে হাত।
বিরহ মানে থমকে যাওয়া
জীবনের জলপ্রপাত।
বিরহ মানে আশার বালুচরে
দূরাশার অনাসৃষ্টি।
বিরহ মানে মেঘে ঢাকা দিন
ঝরে টিপ টিপ বৃষ্টি।
বিরহ মানে চলমান বাক্যে
হঠাত কিন্তু, যদি
বিরহ একটা নদীর নাম
বয়ে যায় নীরবধি।